স্টাফ রিপোর্টার : শেরপুরে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ২৭৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
রোববার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হলদীগ্রাম বিওপির আওতায় সন্ধ্যাকুড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ঝিনাইগাতীর পাহাড়ি এলাকা সন্ধ্যাকূড়া দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তায় ভরা মাদক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহল দলটি চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে।
এ সময় বস্তায় ভরা আমদানি নিষিদ্ধ ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন তারা। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।