pressbd24
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়কে উঠতে বাধা দেওয়ায় পুলিশের মাথা ফাটালেন চালক!

অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন এক অটোরিকশার চালক।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মো. মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল মো. সাঈদ (৬০) অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে বাধা দেন।

এ সময় চালক মুস্তাকিন কথা না শোনায়, সাঈদ তার হাতে থাকা টেস্টার (স্ক্রু ড্রাইভার) দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চালক মুস্তাকিন টেস্টারটি কেড়ে নিয়ে উল্টো পুলিশ সদস্য সাঈদের মাথায় আঘাত করেন। আঘাতে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার পরপরই অন্যান্য পুলিশ সদস্যরা চালক মুস্তাকিনকে আটক করে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে, রাজধানীর জাতীয় সংসদের সামনে অটো চালককে বাধা দেওয়ার ঘটনার ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।