স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না।
এখনও সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা-না হলে আবারও লং মার্চ করব গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করব।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন- সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাব। তবে সরকারকে বলব গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা করবেন না।
তিনি বলেন, ৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হব। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটাতে জয়ী হয়েই ফিরব।