সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১২৮১ জন। বাকি ৫২৮ জনকে অন্যান্য ঘটনায় আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৮১ আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৮ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে ১৮০৯ জনকে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, একটি শুটারগান, একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।