pressbd24
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ, আটক ২

অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : যশোরে বিজিবির হাতে সাড়ে চার কোটি টাকা মূল্যের তিন কেজির অধিক সোনাসহ দুই পাচারকারী আটক হয়েছেন। 

শনিবার (৫ জুলাই) ভোরে যশোরের মুরাদগড় বাজারের বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিরা হলেন : যশোরের শার্শা উপজেলার আব্দুল বারীর ছেলে শরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বাইরে মুরাদগড় বাজার এলাকা হতে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ দু’জন পাচারকারী আটক হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ওই সোনারবারগুলো পাওয়া যায়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার জন্য সোনারবারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায় যে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুরে যাচ্ছিল তারা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক সোনারবারগুলোর আনুমানিক দাম চার কোটি ছাপ্পান্ন লাখ বাহাত্তর হাজার নয়শ পনের টাকা এবং এ সময় জব্দকৃত তিনটি মোবাইলের দাম ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা।

আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।