সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের ডিসি ব্রিজ এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডিসি ব্রিজ এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হয়। সাধারণ মানুষের ওপর অপ্রত্যাশিত হামলা চালানো হচ্ছে। এই দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ। তাই এই ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
এ সময় মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মো. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, নুর-ই আলম নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।