স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাত দলের হামলায় দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।
ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপরজনের মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অবস্থিত কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ। তারা দুজনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা
পুলিশ ও স্থানীয় সূত্র গেছে, রাতের কোনো এক সময় কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে ডাকাত দলের সদস্যরা জাহাজে প্রবেশ করে। জাহাজে দায়িত্বে থাকা দুই প্রহরী খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ ডাকাতদের বাধা দিতে গেলে তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, ডাকাতির ঘটনায় দুই গার্ড নিহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।
কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার অবু সাজ্জাদ মুন্না বলেন, ‘রাতের সময় জাহাজে ডাকাত দল ওঠে এবং গার্ডরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।’
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি।
নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

