অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে ডাকাত সর্দার নিরঞ্জন দাসকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি নিরঞ্জন দাস (৪০) সন্দ্বীপ উপজেলার সারিকাইভ এলাকার প্রফুল্ল কুমার দাসের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘সীতাকুণ্ড থানার দক্ষিণ ঈদিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তিনি ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।’
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিরঞ্জন দাসকে নগরের সদরঘাট নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


