স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে জাহিদ, ইউনুস ও আরিফ নামে তিনজনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে গেছে, গত সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়।
অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য গুরুতর আহত হন।
হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে এবং চারটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে ওই রাতেই র্যাব দুর্গম পাহাড়ি এলাকার একটি কক্ষ থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করে।
আহত র্যাব সদস্যদের থানা-পুলিশের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হামলার সময় আহত অবস্থায় নুরুল আলম মনা নামের একজনকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

