স্টাফ রিপোর্টার ; সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লাখ ৭০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঘোনা, কুশখালী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
এ সময় বিজিবি সদস্যরা ২৫ বোতল ভারতীয় মদ, এক কেজি গাঁজা, ভারতীয় ওষুধ, শাড়ি, পাতার বিড়ি, দুধ, চাল ও একটি বাইসাইকেল জব্দ করেন।
বিজিবি জানায়, কলারোয়ার নটিজঙ্গল সীমান্ত থেকে ২৫ বোতল ভারতীয় মদ এবং চাঁন্দা এলাকা থেকে এক কেজি গাঁজা আটক করা হয়।
এছাড়া চান্দুরিয়া, তলুইগাছা, বাকাল, মাদরা, কাকডাঙ্গা, কুশখালী ও ঝাউডাঙ্গা এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ওষুধ, শাড়ি, বিড়ি, দুধ, চালসহ আরও বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে মাদক ধ্বংস করা হবে।

