আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের ক্র্যানস মন্টানার নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ জানিয়েছে, বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ‘লে কনস্টেলেশন’ নামে ওই বারে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নাগাদ আগুনের সূত্রপাত হয়।
তবে তিনি হতাহতের সঠিক পরিসংখ্যান উল্লেখ করেননি। যদিও ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসকের বরাতে স্থানীয় দৈনিক লে নুভেলিস্টে জানিয়েছে, প্রায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত।
দুর্ঘটনার পর পর সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া সেখানে হেলিকপ্টার মোতায়েন করা হয়।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে পুলিশের মুখপাত্র বলেন, ‘তদন্তকারীরা আগুন লাগার কারণ নির্ধারণের জন্য কাজ করছেন, আমরা আমাদের তদন্তের একেবারে শুরুতে আছি।’
অন্যদিকে সুইস মিডিয়া জানিয়েছে, একটি কনসার্টের সময় আতশবাজি ব্যবহার করার সময় আগুনের সূত্রপাত হতে পারে।
প্রসঙ্গত, ক্র্যানস-মন্টানা হল একটি বিলাসবহুল স্কি রিসোর্ট শহর, যা আল্পস পর্বতমালার কেন্দ্রস্থলে ভ্যালাইস অঞ্চলে অবস্থিত।
৮৭ মাইল দীর্ঘ পথের শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয় এবং জানুয়ারির শেষে এখানে স্পিড স্কিইং বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা রয়েছে।

