pressbd24
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে ১২৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭টি ভোট।

তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি পেয়েছেন ৪৮৫ ভোট। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট। আবিদুল সুফিয়া কামাল হল কেন্দ্রে চতুর্থ স্থানে রয়েছেন।

এছাড়া সুফিয়া কামাল হলে বাগছাসের আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দীন খালিদ পেয়েছেন ৪৭ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা পেয়েছেন ৭ ভোট।

সুফিয়া কামাল হলে জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট। তার কাছাকাছি রয়েছেন মেঘমল্লার বসু। তিনি ৫০৭ ভোট পেয়েছেন। এছাড়া আরাফাত চৌধুরী পেয়েছেন ৪৯৮ ভোট। ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৪০২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর আবু বাকের মজুমদার পেয়েছেন ২১৬, আল সাদি ভূইয়া ৪৬, আশিকুর রহমান ৭৫ ভোট পেয়েছেন।

এই হলে এজিএস পদেও ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মহিউদ্দীন খান ১১৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৯৭ ভোট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।