ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে ১১০ লিটার বাংলা মদ সহ ২জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলের দিকে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় এ অভিযান চালান সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনী গামী শান্তি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৯) তল্লাসী চালিয়ে ২টি বস্তা মোড়ানো অবস্থায় ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ সহ দীঘিনালার বাসিন্দা মোঃ বাবুল (৩৮) ও মোঃ আব্দুল হালিম (৩৫) নামক দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মদসহ আটককৃত দুই জনকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদের বিচারিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।