স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। অভিযানে মাদক পাচারের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী দ্বীপে একটি যৌথ অভিযান পরিচালনা করে। ওই সময় সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় দুইটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল সেগুলোকে থামার সংকেত দেয়। কিন্তু বোট দুটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে।
পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে বোট দুটি জব্দ করা হয়। এরপর চালানো তল্লাশিতে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট উদ্ধার করা হয়।
এ সময় বোটে থাকা ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
কোস্ট গার্ড জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’