স্টাফ রিপোর্টার ; ধ্রুব সাংস্কৃতিক পরিষদ স্বীকৃত ‘স্বরসন্ধি সংগীত নিকেতন’ চট্টগ্রাম এর সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার( ২৪শে সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, সন্ধ্যা ছয়টার দিকে আরম্ভ হয়।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- পুষ্পেন বড়ুয়া সাবেক সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
প্রধান অতিথি ছিলেন : রিয়াজ ওয়ায়েজ,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, সঙ্গীতশিল্পী শিক্ষানুরাগী,সমাজসেবী,চেয়ারম্যান-বার্কসনস গ্রুপ।
সংবর্ধিত অতিথি ছিলেন : শুভ দাশ,জি-বাংলা সারেগামাপা খ্যাত সংগিত শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : দীপলাল চক্রবর্ত্তী,পরিক্ষা নিয়ন্ত্রক-ধ্রুব সাংস্কৃতিক পরিষদ।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : পলাশ কান্তি নাথ,সিনিয়র অফিসার,রুপালী ব্যাংক লি:,চকবাজার শাখা চট্টগ্রাম।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ অর্পিতা নাথ,স্বরসন্ধী সংগিত পরিষদ।

পরিশেষে গান,নৃত্য ও তবলা পরিবেষণ এবং সনদ বিতরণ করা হয়।


