হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল পালিয়ে যায়।
আটক আসামিরা হলেন : ঢাকা জেলার দক্ষিণ খান থানার উত্তরপাড়া ফয়জাবাদ মাদরাসা এলাকার মো. মনির উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. ফাহিম (২২)।
পলাতকরা হলেন : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) ও কামাল মিয়ার ছেলে মো. হৃদয় (২০)।
সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, আটক এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন, অনুপ্রবেশকারী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।