হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাশবন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ মে) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন।
সে জেলার চুনারুঘাট উপজেলার চানপুর এলাকার পিয়ন্ত সাঁওতালের ছেলে।
এর আগে, সোমবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল আটক হয়। পরে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।