স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার ০৩ (নভেম্বর) ওই ব্যক্তি ফ্রান্স থেকে ফেরেন। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের একটি সূত্র।
সূত্রটি জানায়, বুধবার সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেট এলাকায় কর্তব্যরত প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম এবং আনসার মো. সালাউদ্দিন মিয়া এক ব্যক্তির ফ্রান্সগামী পার্সেল (কাগজের কার্টুন) স্ক্যানিং মেশিনে পরীক্ষা করার সময় সন্দেহ হয়।
দায়িত্বরত আনসার সদস্যরা কার্টনটি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে অবৈধ মাদকসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে উক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবাগুলো ও আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

