
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ১০৮ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা লালনকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সলঙ্গার রামারচর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক আসামি রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে মো. লালন (২৭)।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে লালন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন ও এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে তিনি সিরাজগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।