pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এই ফল প্রকাশ করা হয়।

এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। ফলাফল অনুযায়ী, গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

গত বছর এই হার ছিল ৮৩ শতাংশ। অর্থাৎ, এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

ফল প্রকাশের সময় কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে ফল প্রকাশ করেছে।

শিক্ষা বোর্ডর পাসের হার— ঢাকা বোর্ড: ৬৭ দশমিক ৫১ শতাংশ,

চট্টগ্রাম বোর্ড: ৭২ দশমিক ০৭ শতাংশ,

কুমিল্লা বোর্ড: ৬৩ দশমিক ৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ড: ৫৮ দশমিক ২২ শতাংশ,

যশোর বোর্ড: ৭৩ দশমিক ৬৩ শতাংশ,

বরিশাল বোর্ড: ৫৬ দশমিক ৩৮ শতাংশ,

দিনাজপুর বোর্ড: ৬৭ দশমিক ০৩ শতাংশ,

সিলেট বোর্ড: ৬৮ দশমিক ৫৭ শতাংশ ও রাজশাহী বোর্ড: ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

শিক্ষা বোর্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা—

ঢাকা বোর্ড: ৩৭ হাজার ৬৮ জন, চট্টগ্রাম বোর্ড: ১১ হাজার ৮৪৩ জন,

কুমিল্লা বোর্ড: ৯ হাজার ৯০২ জন, ময়মনসিংহ বোর্ড: ৬ হাজার ৬৭৮ জন,

যশোর বোর্ড: ১৫ হাজার ৪১০ জন,

বরিশাল বোর্ড: ৩ হাজার ১১৪ জন,

দিনাজপুর বোর্ড: ১৫ হাজার ৬২ জন,

সিলেট বোর্ড: ৩ হাজার ৬১৪ জন,

রাজশাহী বোর্ড: ২২ হাজার ৩২৭ জন।

অন্যান্য বোর্ডের ফলাফল : মাদরাসা শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন, কারিগরি শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।