pressbd24
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের বিভিন্ন উপকূল দিয়ে সাগরপথে মানবপাচারে সক্রিয় সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক আসামিরা হলেন : টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এখলাস মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), একই এলাকার মো. ইয়াহিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) ও মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলে সংঘবদ্ধ মাদক, মানবপাচার ও চোরাচালানকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে।

বিষয়টি নজরে আসার পর বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কয়েকটি চক্রের তথ্য পায় বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মানবপাচারের জন্য জড়ো হওয়া ১০-১২ জনকে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়। আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।