অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ১৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন : আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল।
এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ে বলে জানান ওসি খাইরুল আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

