
স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের অপরাধে ৮ জনকে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানে সহযোগিতা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী।
দণ্ডপ্রাপ্তরা হলেন : মো.সুজন মিয়া (২৬), মো.ইমাম হাসান (২৭), মো.রিপন হাওলাদার (২৭), মো. ইমাম হোসেন (২০), মো. সোহেল ঘরামী (২৩), মো.আলামীন (৩০), মো.জুয়েল ঘরামী (২৩), মো.গোলাম কিবরিয়া (২৬)।
প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।