স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারেক’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল।
মামলা সূত্রে জানা যায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী চলাকালে ভিকটিম কাজী মোঃ সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন।
আন্দোলনকারীদের উপর আসামি মোঃ আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
এ সময় ভিকটিম কাজী মোঃ সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে আসামি এবং অন্যান্যরা আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করলে ভিকটিমের মাথা, মুখমণ্ডল, এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে ভিকটিম গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা ভিকটিম কাজী মোঃ সোহেল’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম কাজী মোঃ সোহেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় গত ৩০ শে আগস্ট একটি মামলা দায়ের করে।
এবিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আব্দুল বারেক চট্টগ্রাম মহানগরীর চক বাজার থানার দিদার মার্কেট এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সোমবার দুপুরে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল বারেক’কে (৬২) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
সে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গার, পূর্ব হোসেন পাড়ার মৃত আফজাল আহম্মেদের ছেলে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্তে আরো তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।