pressbd24
ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার; ২টি গাড়ী জব্দ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, নগদ ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়ীসহ মো: আবছার কামাল (৩৪) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে গণমাধ্যমে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রামের কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের অভিযানিক দল গাড়ী দু’টিকে থামার সংকেত দিলে সংকেত না মেনে গাড়ী দু’টি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে গাড়ী দু’টির একটি গাড়ী হতে মোঃ আবছার কামাল (৩৪) নামক ইয়াবা পাচারকারীকে আটক করে হেফাজতে নেয়। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামের মৃত হাজী আবুল কাশেম ছেলে। অপর গাড়ীটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়ীটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে জব্দকৃত গাড়ী দু’টি হতে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত গাড়ী, ইয়াবা, নগদ টাকা ও গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।