pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পৃথক অভিযান: ২২ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীতে রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২২ মামলায় ৯৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিনব্যাপী জেলাজুড়ে ৮টি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন ফেনী শহরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলা উদ্দিন, তানভীর আহমেদ, সৌভিক রায় ও শামীমা আক্তার।

সূত্র আরও জানা গেছে, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এদিন উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফেনী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও দাগনভূঞা বাজারে সহকারী কমিশনার শাহীদুল আলম অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্থায়ী দোকান থাকা সত্বেও ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করাসহ নানা অপরাধে এ জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।