pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সারাদেশের মতো চট্টগ্রামেও একযোগে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ।

যা গতবার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।

গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ-র ৮৮ দশমিক ৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।

চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী।

যেভাবে জানা যাবে ফল—

ফলাফল জানা যাবে অনলাইনে, এসএমএসে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও চট্টগ্রাম বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.bise-ctg.gov.bd। শিক্ষার্থীরা এখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই ফলাফল দেখতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনের এসএমএস সুবিধার মাধ্যমে ফলাফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ‘SSC CHI [রোল নম্বর] 2025’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল ফিরে পাবেন। মাদ্রাসার শিক্ষার্থীরা ‘Dakhil MAD [রোল নম্বর] 2025’ এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা ‘SSC TEC [রোল নম্বর] 2025’ লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। এসএমএসে পাঠানোর পর ফলাফল ফিরতি বার্তায় জানানো হবে।

সকল শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবেন।

ফলাফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও টেলিটকের বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।