pressbd24
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ শুভ জন্মাষ্টমী

অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্যই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন-এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

আজ শনিবার (১৬ আগস্ট) সেই শুভ জন্মতিথি, শুভ জন্মাষ্টমী।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এ উপলক্ষে আজ দেশজুড়ে মন্দির ও ধর্মীয় স্থানে নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জন্মাষ্টমী।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, ‘সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই অপশক্তির বিরুদ্ধে শুভশক্তিকে রক্ষায় আবির্ভূত হয়েছেন’।

ইউনূস বলেন, ‘আবহমানকাল ধরে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। শ্রীকৃষ্ণের শিক্ষা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে’।

এদিকে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে সকালে বের হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক। মহান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আশীর্বাদক: পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি: সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

এরপর রহমতগঞ্জের ঐতিহাসিক জেএম সেন হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী কর্মসূচি— দুপুর ২টা: যুবসম্মেলন, বিকেল ৩টা: মাতৃসম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিকেল ৫টা: ধর্মমহাসম্মেলন ও সাধুসন্ত ঋষি বৈষ্ণব সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

রাত ৮টায় হবে মহানামযজ্ঞের শুভ অধিবাস। ১৭ ও ১৮ আগস্ট চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন।

এ উপলক্ষ্যে প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।