pressbd24
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইসিইউতে সাবেক ভিপি নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহত নুরুল হক নুরকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।

ঢামেকের এক চিকিৎসক জানান, নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তার কিছুটা হুঁশ ফিরেছে। সেখানে সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে শুক্রবার রাতেই ঢামেকে নুরকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে আসিফ নজরুল আসার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে অবরুদ্ধ করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এক পর্যায়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতারা। হামলায় নুর গুরুতর আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন।’

এ ঘটনায় সাংবাদিকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।