অনলাইন ডেস্ক ; রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে হেনস্থার মামলায় রতন মিয়া (৩২) নামে একজনকে আটক করেছে মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় রংপুর নগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে রতন মিয়াকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেফতা আসামি রতন নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার (২১ সেপ্টেম্বর) নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাই যোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি করপোরেশনের ভেতরে মব সৃষ্টি করে মারধর ও হেনস্তা করে।
এ সময় তার পরিবেশিত সংবাদ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। এ খবর পেয়ে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে।
পরবর্তীতে, সিটি করপোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট করে। তবে চলে যাওয়ার সময় আবারও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে।
এ ঘটনায় সাংবাদিক লিয়াকত আলী বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার পাঁচ নম্বর আসামি গ্রেফতার রতন মিয়া।
উল্লেখ্য: গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রংপুরের সাংবাদিক সমাজ। প্রতিবাদে বিভাগ জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি।

