pressbd24
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন বিক্রয় প্রতিনিধি : গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে কাভার্ডভ্যান রাখতে নিষেধ করায় এক বিক্রয় প্রতিনিধির হামলায় মো. আজাদ উদ্দিন (৩৮) নামে এক ট্রাফিক পুলিশের সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল আজাদ উদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল নগরের বাসিন্দা,তিনি গত এক বছর ধরে কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত রয়েছেন।

অন্যদিকে আটক আবু বক্কর সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে ও পেশায় বিক্রয় প্রতিনিধি।

আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, ‘বিক্রয় প্রতিনিধি আবু বক্কর চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকায় গাড়ি রেখে একটি দোকানে মালামাল সরবরাহ করছিলেন। তখন আমি তাকে গাড়িটি অন্যত্র সরিয়ে রাখতে বললে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। পরে আমি ও আমার টিআই স্যার সেখান থেকে সরে এসে বিষয়টি ওই মার্কেটের মালিককে জানাই। কিছুক্ষণ পর ওই বিক্রয় প্রতিনিধি আবারও আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন।

‘আমি তাকে বাধা দিলে তিনি একটি স্টিলের টুল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। আমি ঘটনাস্থল থেকে দূরে সরে আসলে তিনি আমাকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করেন। পরে সহকর্মীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ‘

কেরানিহাট ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সকালে একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওপর গাড়ি রেখে মালামাল আনলোড করছিল। এতে যানজটের সম্ভাবনা দেখা দিলে আমি কনস্টেবল আজাদকে গাড়িটি অন্যত্র সরিয়ে দিতে বলি। তখন সেখানে থাকা এক বিক্রয় প্রতিনিধির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি ‘

‘এর প্রায় আধ ঘণ্টা পর ওই বিক্রয় প্রতিনিধি পুলিশকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। এ সময় কনস্টেবল আজাদ তাকে বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই বিক্রয় প্রতিনিধি একটি স্টিলের টুল দিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করেন, এতে তার মাথা ফেটে যায়। আমরা বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, ‘পুলিশ সদস্যের মাথায় দুইটি সেলাই করা হয়েছে। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তি ও আহত কনস্টেবল ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। এটি স্পষ্টতই পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনা।’

তিনি বলেন, ‘ঘটনার পর কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে আটক করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।