স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার করেরহাট বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের সময় দুই সাংবাদিক হেনস্তার শিকার।
এসময় দলীয় কর্মসূচীতে বাধাপ্রাপ্ত হয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।
চৌধুরী অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ দলীয় কর্মসূচিতে বাধা প্রদান করেছেন।
এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন : দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


