pressbd24
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ; গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, পেট্রোল বোমা, মাদক, হেলমেট ও মারামারির নানা সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন : আব্দুল্লাহ সারমান, ইমরান হোসেন আলম, আকাশ ও মো. সোহেল।

‎এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দেড় কেজি গাঁজা, পাঁচটি সামুরাই, ১০টি লোহার রড, দুটি চাইনিজ কুড়াল, চারটি পেট্রোল বোমা এবং ৩০টি হেলমেটসহ বিপুল পরিমান মারামারির সরঞ্জাম উদ্ধার করা হয়।জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্যাং গ্রুপ চুয়া সেলিম, পিচ্চি রাজা, বুনিয়া সোহেল ও গালকাটা মনু গ্রুপের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে আটক করে সেনাবাহিনী। এরপর ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ অন্য গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, অন্য মাদক ব্যবসায়ী গ্রুপকে ফাঁসাতে জাহিদকে বুনিয়া সোহেল ও তার ভাই টুনটুন কৌশলে হত্যা করেছে।

‎এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিধনে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর পুলিশ এই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ জনের মতো অপরাধীকে আটক করে। আমাদের এই যৌথ অভিযান নিয়মিত চলবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।