স্টাফ রিপোর্টার : বান্দরবানের থানচি উপজেলার বলীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, ৩৮ ব্যাটালিয়ন সংলগ্ন অনিল দাশের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ফায়ার সার্ভিসকে জানায়।
ব্যাটালিয়নের নিজস্ব ফায়ার ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা করার পর ভোর ৫টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে ১০টি দোকান সম্পূর্ণ এবং ৩টি আংশিকভাবে পুয়ে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার পেয়ার মোহাম্মদ জানান, রাত দুইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলার ওপর রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
২০২৩ সালের মে মাসেও এই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে গিয়েছিল।

