স্টাফ রিপোর্টার : রাজধানীতে ফের ভূকম্পন অনুভূত হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে এ ভূকম্পন হয়।
উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। একই তথ্য উল্লেখ করে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ঢাকার পাশাপাশি ভূটানের রাজধানী থিম্পুতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩।
এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় দেশে ভূকম্পন অনুভূত হয়। তবে সাভারের বাইপাইল নয়, গতকালের (শুক্রবার) মতো শনিবারের ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
দ্বিতীয় দফায় শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৪টার দিকে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে দেশে ভূকম্পন রেকর্ড করা হয়।
প্রাথমিকভাবে এটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানানো হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।
ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এর উৎপত্তিস্থল।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত কয়েকশ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

