স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশখালীতে চাঞ্চল্যকর রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বাঁশখালীর উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, জায়গা–সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৩ অক্টোবর রিপু আক্তার তার বাবার বাড়ির উঠানে থাকাকালে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করে।
এ ঘটনা থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রিপুর ওপর হামলা চালানো হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বামী বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তার হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

