pressbd24
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার : গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

‎স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহামদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।‎

‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাতভর এ অভিযান করে সেনাবাহিনী।‎

‎গ্রেফতারকৃতরা হলেন : সুজন বেপারী, রাব্বি (২২), বুলু (৪০) ও শাহাবুদ্দিন (২৪)।‎

‎জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর আদাবরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ (সামুরাই) দুজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের দুই সহযোগীকে বিপুল পরিমান মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

মাদকের মধ্যে রয়েছে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইনের প্যাকেট, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।‎

‎তিনি আরও জানান, এ ধরনের অপরাধ এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমনে সেনাসদস্যরা সর্বদা সতর্ক রয়েছে।

পাশাপাশি জনগণের কাছে অনুরোধ করেছেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক  কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ  সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।‎‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।