স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদা দাবির অভিযোগে সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টির বেশি মামলার পলাতক আসামি মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সোহেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কান্দরিয়া খালের উপর নির্মাণাধীন স্লুইসগেটটি কাজ শুরু হওয়ার পর থেকে তিনি এবং তার সহযোগীরা এসে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করছিল।
গত ৫ জানুয়ারি তারা নির্মাণসামগ্রী ছড়িয়ে ত্রাস সৃষ্টি করেন এবং শ্রমিকদের মারধর করেন।
এরই ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) এবং মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

