স্টাফ রিপোর্টার : বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ১২ (বার) কেজি গাঁজা ও ৩০ ক্যান বিয়ার উদ্ধার; সহ ০১ মাদক কারবারী গ্রেফতার।
রোববার (১৮ জানুয়ারি) রাত ১১টার বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ১২ (বার) কেজি গাঁজা ও ৩০ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা : মোঃ আরাফাত ভূঁইয়া
পিতা- আব্দুল হালিম ভূইয়া
মাতা- আকলিমা খাতুন
সাং- কাশিনগর
থানা- বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

