pressbd24
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ চূড়ান্ত প্রার্থীর তালিকা ও প্রতীক বরাদ্দ : প্রচার শুরু বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সারাদেশে ২৯৮ আসনে মোট ৩০৫ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জনে।

আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন। বাড়ি বাড়ি প্রচারণার মাধ্যমে তাঁরা তুলে ধরবেন নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি, কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার।

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন ২৮৮ আসনে।

সাতটি আসনে শরিক দলের জন্য প্রার্থী দেয়নি দলটি। এ ছাড়া চট্টগ্রাম-২, কুমিল্লা-৪ ও কুমিল্লা-১০—এই তিনটি আসনে বিএনপির কোনো প্রার্থী নেই।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কয়েকটি আসনের প্রার্থী বাদ পড়েছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছেন ২২৫ আসনে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী রয়েছে ২৫৯ আসনে।

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে লড়ছে ১৯৬ আসনে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এবারের নির্বাচনে ইসির নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

সীমানা নির্ধারণ সংক্রান্ত আদালতের আদেশের কারণে পুনঃতফসিল হওয়া পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটের দিন অপরিবর্তিত রেখে এসব আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এ বৈঠকে আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রার্থীরা চূড়ান্ত হয়ে গেছে, আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এখন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দল ও প্রার্থী—সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, আগাম প্রচার বন্ধে ইতোমধ্যে কয়েকটি দলকে সতর্ক করা হয়েছে।

এদিকে ভোট সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচনী পরিবেশ সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে বলে জানিয়েছে ইসি।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজই—কাল বৃহস্পতিবার  থেকে পুরো দেশজুড়ে জমে উঠবে ভোটের মাঠ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।