pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ের ভবন অসমাপ্ত : দুর্ভোগে শিক্ষার্থীরা!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পড়ে আছে অর্ধসমাপ্ত অবস্থায়।

ঠিকাদারের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা কার্যক্রম।

বিদ্যুৎহীন একচালা টিনশেড ঘরে চলছে ক্লাস।

নির্ধারিত সময় পার হয়ে গেছে বহু আগেই। তারপরও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পড়ে আছে অর্ধসমাপ্ত অবস্থায়, দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার পশ্চিম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে তিনতলা ভবন। ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (পিইডিপি-৪) আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

প্রকল্পের প্রথম মেয়াদ শেষে সময় বাড়ানো হলেও ২০২৫ সালের জুনে শেষ হয় বর্ধিত মেয়াদও। তবে এখনো শেষ হয়নি কাজ। পশ্চিম নতুন পাড়া ও আলুটিলা স্কুলে কাজ কিছুটা এগোলেও বান্দরসিং স্কুলের অর্ধেকেরও বেশি কাজ ফেলে রেখেছেন ঠিকাদার।

স্থানীয় ও স্কুল শিক্ষকদের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে ঠিকাদার ইচ্ছামতো কাজ করছেন। একাধিকবার লিখিত অভিযোগ ও তাগাদা দেওয়ার পরও মিলছে না কোনো প্রতিকার।

পশ্চিম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, দুই হাজার তেইশ সাল থেকেই দেখছি স্কুল ভবনের কাজ ধীর গতিতে চলছে ইতিমধ্যে নির্ধারিত সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এমতাবস্থায় আমাদের ঝুকিপূর্ণ ছোট একটি টিনশেড ঘড়ে ক্লাস নিতে হচ্ছে। স্কুল ভবনের কাজ শেষ না হওয়ায় আমাদের অনেক শিক্ষার্থী অন্যান্য স্কুল ও মাদ্রাসায় চলে গেছে। এখন রেজিস্ট্রারে মোট শিক্ষার্থী সত্তর জন থাকলেও ক্লাসে আসে বিশ থেকে পঁচিশ জন। শিক্ষকরাও এখানে নিরুপায়।

ঠিকাদার শামসু বলেন, বিভিন্ন কারণেই বিলম্ব হয়েছে। তবে পশ্চিম নতুন পাড়া ও আলুটিলা বিদ্যালয়ের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই হস্তান্তরের জন্য প্রস্তুত হবো। বান্দরসিং স্কুলের কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে।

এ বিষয়ে এলজিইডির মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ভবন নির্মাণে ধীরগতির কারণে ইতিমধ্যে তিনটি স্কুল ভবন নির্মাণ কাজ বন্ধে নোটিশ দেওয়া হয়েছে। বাকী ভবনগুলো দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।

এলজিইডির খাগড়াছড়ি জেলা নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, এলজিইডি অফিসের কোন কর্মকর্তার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য আদেশ দেওয়া হয়েছে।

সচেতন মহলের দাবী দ্রুত স্কুল ভবনের নির্মাণ কাজ শেষ করতে না পারলে শিক্ষার্থীদের স্কুল মুখী করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। ইতিমধ্যে স্কুলের শিক্ষার্থী অনেক কমে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।