
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সদর দক্ষিণ থানার ওসি মো. সরোয়ার মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীরের আপন ছোট ভাই বলে জানা গেছে।
গ্রেফতার আসামির নাম : কে আই এম মাসুদুল হক মাসুম (৫১)। তিনি মৃত আব্দুল মতিন ও মৃত জাছিয়া খানমের ছেলে। তার বাড়ি কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন কালিকাপুর এলাকায় (ধর্মপুর ডিগ্রি কলেজ সংলগ্ন), মুক্তার বাড়ি।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত মাসুদুল হক মাসুম রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামের নেতা হিসেবে পরিচিত।
পেশাগতভাবে তিনি এজিপি (Assistant Govt. Pleader), জজ কোর্ট, কুমিল্লা পদে কর্মরত রয়েছেন।
জানা যায়, তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন এর আপন ছোট ভাই।
গ্রেফতারের সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের ধরণ ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
