স্টাফ রিপোর্টার : গত দুই দিনে ময়মনসিংহের গৌরীপুরে কুকুরের কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আক্রান্তদের বেশিরভাগই শিশু। শিশুদের মধ্যে আহত হওয়া পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ জানান, শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ জন ও রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও ৭ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া কুকুরের আক্রমণে অনেকে শিকার হয়ে ময়মনসিংহ এস.কে হাসপাতালে সরাসরি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন : উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের আব্দুল রশিদের স্ত্রী কুলসুম (৩৫), একই ইউনিয়নের মেছিডেঙ্গী গ্রামের সুমন মিয়া (৩৫), ছামাদ (৬) ও নয়ন মিয়ার মেয়ে ইয়াসমিন (১০), অচিন্তপুর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রামের আয়াত (৪), সুমাইয়া (৯) একই ইউনিয়নের রাসেল মিয়ার মেয়ে তৃষা (৫), জুলেখা (৪৫), শফিকুল ইসলাম (৩৫) নামে একজন চিকিৎসা নিয়েছেন।
এছাড়া সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৭ জন গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমীন পাপ্পা বলেন, কুকুরের কামড়ের বিষয়টি ইতোমধ্যে জেনেছি। এই ব্যাপারে গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।
শীঘ্রই উপজেলার সব কুকুরকে ভেক্সিনেশনের আওতায় আনার জন্য একটি প্রকল্প নেওয়া হবে।
সবাইকে নিরাপদে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হবে।

