আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিন জন বোলার আছে যারা এক ইনিংসে ১০ উইকেট নেওয়াত কীর্তি গড়েছেন। এদের মধ্যে একজন হলেন ভারতের অনিল কুম্বলে।
এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আরও এক ভারতীয় বোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, রনজি ট্রফিকে এক ইনিংসের ১০ উইকেট নিলেন তরুণ ভারতীয় পেসার অংশুল কাম্বোজ।
কেরলের বিপক্ষে রনজি ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে এই কৃতিত্ব গড়লেন হরিয়ানার হয়ে খেলা পেসার।
রোহতকে মুখোমুখি হয়েছে হরিয়ানা ও কেরল। রোহতকের উইকেট বরাবরই পেসারদের বাড়তি সাহায্য দিয়ে থাকে। টস জিতে কেরলকে ব্যাটিং করতে পাঠায় হরিয়ানা। তারপর গোটা প্রথম ইনিংসে অংশুল কাম্বোজ শো। তৃতীয় দিনের খেলা শুরু আগে ১০ উইকেট শিকারের ইতিহাস হাতছানি দিচ্ছিল কাম্বোজকে। আগের দুই দিনে কেরালার ৮ জন ব্যাটারকে তিনি একাই আউট করেছেন। আজ বাকি দুই উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি স্পর্শ করেন তিনি।
৩৮ বছর পর রঞ্জি ট্রফিতে নতুন ইতিহাস
১৯৫৬-৫৭ মৌসুমে কলকাতার হয়ে খেলা প্রেমাংশু চট্টোপাধ্যায় প্রথমবার এ রেকর্ড গড়েন। সেবার আসামের বিপক্ষে তিনি ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন। দীর্ঘ ৩ যুগ পর দ্বিতীয় বোলার হিসেবে ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট তুলে নেন রাজস্থানের প্রদীপ সুন্দরম। সে হিসেবে তিন যুগের বেশি সময় পর ইনিংসে ১০ উইকেট নিলেন কামবোজ।
ষষ্ঠ বোলার ভারতীয় ক্রিকেট ইতিহাসে
রঞ্জি ট্রফিতে তৃতীয় হলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে কামবোজ হলেন ষষ্ঠ বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। এর আগে এমন কীর্তি গড়া ৫ জন হলেন- প্রেমাংশু চট্টোপাধ্যায়, দেবাশীষ মোহান্তি, প্রদীপ সুন্দরম, অনিল কুম্বলে ও শুভাষ গুপ্ত।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে তিন জন ১০ উইকেট নিতে পেরেছেন
এদিকে টেস্ট ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে এখন পর্যন্ত তিনজন বোলার ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছেন। প্রথমজন ইংল্যান্ডের জিম ল্যাকার, ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে। দ্বিতীয় হিসেবে ভারতের অনিল কুম্বলে, ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফিরোজ শাহ কোটলা টেস্টে এবং তৃতীয় হিসেবে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল, ২০২১ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে।