মো.বেলায়েত হোসেন চৌধুরী,স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ের করেরহাট রেঞ্জ সাঁড়াশি অভিযান কয়লা এলাকায় ৩০০ ঘনফুট কাঠ আটক,মামলা দায়ের।
এস এম কায়চার,বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক তত্বাবধানে বন অপরাধ দমনের লক্ষ্যে চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের ন্যায় সোমবার (১৮ নভেম্বর) দুপুর আনু: ৩:০০ ঘটিকার সময় অত্র বন বিভাগের করেরহাট রেঞ্জাধীন কয়লা বন বিটের কয়লা এলাকায় অভিযান পরিচালনা করে রাস্থার পাশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৩১৭ টুকরা:= ২৯৬.৯৪ ঘনফুট সেগুন, গামার ও আকাশমনি গোলকাঠ আটক করা হয় এবং উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে বৈধ কোন চিহ্ন বা মালিকানা না পাওয়ায় জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ হারুন অর রশীদ,সহকারী বন সংরক্ষক,করেরহাট এর নেতৃত্বে সঙ্গীয় মো: তারিকুর রহমান,রেঞ্জ কর্মকর্তা,করেরহাট রেঞ্জ, মো:আমিরুল ইসলাম,বিট কর্মকর্তা,কয়লা বন বিট ও সংশ্লিষ্ট টহলদল এবং করেরহাট ও ধুমঘাট চেক স্টেশনের কর্মকর্তার সমন্বয়ে অভিযান পরিচালনা করে বন অপরাধটি উদঘাটন করা হয় এবং এব্যাপারে যথাসময়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা বলেন, অভিযানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং স্ব স্ব বন বিট এলাকায় টহল জোরদার করার নির্দেশনা প্রদান করেন।।