pressbd24
ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. আন্তর্জাতিক
  3. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্রগ্রাম প্রতিদিন
  7. জাতীয়
  8. ড. মুহাম্মদ ইউনূস
  9. দেশ ও জনপদ
  10. নরসিংদী জেলা
  11. বিনোদন
  12. ব্যবসা
  13. ভিডিও
  14. মতামত
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ বিশ্বকাপ বাছাইকে ঘিরে দুর্দান্ত ছন্দে ছিলো বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে শেষ ম্যাচে হারের স্বাদ পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এরপরও লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে নভেম্বরে ফিফা উইন্ডোতে সর্বশেষ ম্যাচে ড্র করে ব্রাজিল। ফলে দুই দলই ছন্দ হারিয়ে খুঁজছে মাঠে। বছরে নিজেদের শেষ ম্যাচে দুদলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানোর।
এমন অবস্থাতেই বুধবার ভোরে চলতি বছরের শেষ বাছাইপর্বের খেলায় মাঠে নামবে তারা।

লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা বুধবার অতিথ্য দেবেন পেরুকে।

আলবিসেলেস্তেদের মাঠ লা বোমবোনেরায় বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই। একই দিনে ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবেনা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। তবে খুব বেশি সুবিধায় নেই ডোরিভাল জুনিয়রের দল। অধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের চারে আছে তারা। এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচ ও পেরুর বিপক্ষে দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলে পরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলত মেসিবাহিনী।

এখন অপেক্ষা বাড়ল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ১১ ম্যাচে ৪ হার ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে ও তিনে আছে কলম্বিয়া।

এদিকে এমন ম্যাচের আগেই আর্জেন্টিনা রয়েছে খানিকটা দুশ্চিতায়। কারণ স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার চোটে পড়েছেন। নিকোলাস গনজালেস, জেমান পেজেরা, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো। তাদের অনুপস্থিতিতে একাদশ সাজাতেই খানিকটা হিসাব নিকাশ করতে হচ্ছে কাতার বিশ্বকাপ জয়ীদের। এছাড়া এই ম্যাচে জয় না পেলে ফিফা র‍্যাংকিংয়েও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কালোনির দলের।

অপরদিকে গেল কয়েক বছর ধরেই ব্রাজিল মাঠে বাজে সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। বিগত আসরগুলোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল প্রদর্শন করেই মূলপর্বে খেলতে আসতো। তবে এবার তেমন কিছুই দেখা যাচ্ছে না। কোনঠাসা হয়ে পড়েছে লাতিনের অন্য প্রতিপক্ষগুলের সামনে। যদিও গেল মাসে বাছাই পর্বের দুটি ম্যাচই জিতে ফের ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ব্রাজিল।

কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচেই ধাক্কা খায় তারা। ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। এবার ঘরের মাঠে তাদের কঠিন পরীক্ষা। বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল ভিনিসিয়ুসরা। যদিও ঘরের মাঠে এবার তাদের হারাতে মরিয়া সেলেসাওরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।