চট্টগ্রাম শাহআমানত আন্তজার্তিক বিমানবন্দরে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ বিমানটিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুই যাত্রীর কাছ থেকে ৬৮ লাখ টাকা মূল্যের ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, “সোনার চুড়ি, চেইন এবং হোয়াইট গোল্ডের চেইনসহ এসব স্বর্ণালঙ্কার অভিনেত্রী অনামিকা জুথি এবং মোহাম্মদ রায়হান ইকবাল নামের দুই যাত্রীর কাছে পাওয়া যায়।
জুথি ঢাকার মিরপুরের বাসিন্দা, আর রায়হানের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
তিনি আরো জানান, অনামিকা জুথি তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।”

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    