ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে ঢাকা সফরের বিস্তারিত ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই ব্রিফিংয়ে মিশ্রি সফরের প্রতিটি বিষয় তুলে ধরেন। কমিটির প্রধান শশী ঠারুর এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
শশী ঠারুর জানান, বৈঠকটি দিল্লির পার্লামেন্টের অ্যানেক্স ভবনে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব সফর শেষে কমিটিতে যোগ দিয়ে এমপিদের কাছে সফরের বিষয়গুলো তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘মিশ্রি অকপটে সফর নিয়ে এমপিদের প্রশ্নের উত্তর দিয়েছেন।’ বৈঠকে উপস্থিত ছিলেন ২১ থেকে ২২ জন সংসদ সদস্য।
শশী ঠারুর আরও বলেন, ‘এই বৈঠক নিয়ে সংসদে প্রতিবেদন প্রদান করা হবে, যেটি অফিসিয়াল হয়ে যাবে।’ তিরুবনন্তপুরমের কংগ্রেসের এক সংসদ সদস্য বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ‘এ আলোচনা অব্যাহত থাকবে এবং শুরুটা খুব ভালো হয়েছে।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রসচিব।
সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন। সূত্র: আইএএনএস

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                