ঝিনাইদহ সীমান্তে ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (১৬ মে) দুপুর মহেশপুর উপজেলার শ্যামকুড় ও বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পৃথকভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- খুলনা ইকবার সড়কের হরিপদো ঘোষের মেয়ে উমা ঘোষ (৫৮), খুলনা সোনাডাঙ্গা এলাকার রফিক শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৭), নড়াইল জেলার কালিয়া বেন্দারচর এলাকার ইকরাম সদ্দারের ছেলে হাসান সর্দার (৩৫), একই এলাকার নুর ইসলামের ছেলে রফিকুল (৩৩) ।
অন্যদিকে, যশোরের অভয়নগরের সবুজ মোল্ল্যাসহ ১ নারী ও ১ শিশুকে আটক করে ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া গ্রামের রাস্তার উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
তিনি বলেন, অন্য দিকে বেলা ৪টার সময় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ২০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।