pressbd24
ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৪ জরিমানা

অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পরিবেশের জন্য ক্ষতিকর সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে ফেনীতে ৪ ব্যবসায়ীকে ৪৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসাইন ও মাহবুবা ফারাজ হাবিব খান এ অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের সহযোগিতায় ফেনী শহরের বড় বাজারে অভিযান চালানো হয়।

এ সময় ফরিদ রেক্সিন হাউজ থেকে ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও মালিক ইব্রাহিমকে ৪০ হাজার টাকা, ইসলাম প্লাস্টিক হাউস থেকে ২৮ কেজি পলিথিন জব্দ মালিক কাননকে ৫ হাজার টাকা, মন্টু ভৌমিকের দোকান থেকে ৫ কেজি পলিথিন জব্দ ১ হাজার টাকা, মেসার্স খাদ্য বিতান থেকে ২ কেজি পলিথিন জব্দ ও মালিক খোরশেদ আলমকে ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের উপপরিচালক তানভীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ফেনী পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক শওকত আরা কলি জানান, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।